Joy Jugantor | online newspaper

৩ কিলোমিটার সড়কে চরম ভোগান্তি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১০:৩২, ১৫ সেপ্টেম্বর ২০২১

৩ কিলোমিটার সড়কে চরম ভোগান্তি

ছবি সংগৃহীত

ময়মনসিংহ নগরীর জিলা স্কুল মোড় থেকে ফুলবাড়িয়া বাইপাস পর্যন্ত ৩ দশমিক ১ কিলোমিটার সড়ক। পানি জমে সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে অসংখ্য ছোট বড় গর্তের। সবচেয়ে বেশি খারাপ অবস্থা মাদ্রাসা কোয়াটার এলাকার আধা কিলোমিটার রাস্তার।

প্রতিদিন হাজার হাজার মানুষ ও শতশত যানবাহন এই সড়ক দিয়ে চলাচল করলেও ভাঙাচোরা সড়কটি মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে চলাচলকারীদের।  

সড়ক মেরামতে কার্যকর উদ্যোগ না নেওয়ায় প্রশাসনের ওপর ক্ষুদ্ধ স্থানীয় বাসিন্দারা।

নগরীর জিলা স্কুল মোড় থেকে ফুলবাড়িয়া বাইপাস পর্যন্ত এই ব্যস্থতম সড়কটি সিটি কর্পোরেশন এলাকায় হলেও দায়িত্বে রয়েছেন সড়ক ও জনপথ।  রাস্তাটি ব্যবহারকারীদের দুর্ভোগ কমাতে সড়ক ও জনপথ বিভাগ দায়সাড়াভাবে নাম মাত্র সংস্কার করেছেন বলে অভিযোগ রয়েছে।

ফুলবাড়িয়া থেকে কাজের প্রয়োজনে শহরে আসা সাইফুল ইসলাম তরফদার নামে এক ব্যক্তি বলেন ‘এই সড়কটি ফুলবাড়িয়া বাসীর জন্য বিষঁফোড়া।  জানিনা এই কষ্ট কবে শেষ হবে।’

আকুয়া মাদ্রাসা কোয়াটার এলাকার বাসিন্দা রেজা আলী বলেন, ‘গাড়ি তো দূরে থাক এই রাস্তা দিয়ে পাঁয়ে হেটেও চলা যায়না। সড়ক ও জনপথ বিভাগের কোন মাথা ব্যাথা নেই রাস্তাটি নিয়ে। তারা কাজ শুরু করেছিল।  কয়েকদিন করে এখন আর কোন খবর নেই। ’

ইদ্রিস মিয়া নামে এক অটোচালক বলেন, ‘এই রাস্তা দিয়ে অটো চালালে মানুষের শরীরে কাঁদা ছিটকে যায়।  গর্তের মধ্যে গাড়ি পড়লে টেনে তুলতে হয়।  এছাড়াও বিভিন্ন সময় ঘটে যায় ছোট বড় অনেক দুর্ঘটনা। ’

নগরীর ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু বলেন, ‘সড়ক ও জনপথ বিভাগ ময়মনসিংহকে চাপ দেওয়া হয়েছে।  তারা দ্রুত রাস্তা সংস্কারে কাজ শুরু করবে বলে আশা করছি।’

সড়ক ও জনপথ বিভাগ ময়মনসিংহের নির্বাহী প্রকৌশলী মো.ওয়াহিদুজ্জামান বলেন, ‘রাস্তার টেন্ডার হয়েছে।  কাজও শুরু করা হয়েছে।  এখন বৃষ্টির জন্য কাজ বন্ধ আছে।  অচিরেই রাস্তার কাজ শেষ করা হবে।’