Joy Jugantor | online newspaper

দেশে এল মেট্রোরেলের আরও চার বগি, দুই ইঞ্জিন

প্রকাশিত: ০৭:০৭, ১৩ সেপ্টেম্বর ২০২১

দেশে এল মেট্রোরেলের আরও চার বগি, দুই ইঞ্জিন

মেট্রোরেলের বগি ও ইঞ্জিন নিয়ে আজ রোববার মোংলা বন্দরে ভিড়েছে বিদেশ

জাপানের কোবে বন্দর থেকে মেট্রোরেলের আরও চারটি বগি ও দুইটি ইঞ্জিন নিয়ে চতুর্থ দফায় মোংলা বন্দরে ভিড়েছে জাহাজ এমভি প্রেসার্স কোরাল।  রোববার বিকেল ৫টার দিকে বন্দর জেটিতে ভিড়ে জাহাজটি।

বন্দর, কাস্টমস কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট দপ্তরের কাগজপত্রের কাজ সম্পন্ন হওয়ার পর জাহাজ থেকে বগি ও ইঞ্জিন নামানোর কাজ শুরু হয়। খালাস শেষে এগুলো নদী পথে ঢাকার উত্তরার দিয়াবাড়ী ডিপোতে নেওয়া হবে।

বিদেশি জাহাজ এমভি প্রেসার্স কোরালের স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট স্টিম শিপ কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার মো. ওহিদুজ্জামান বলেন, ‘চতুর্থ দফায় আসা চারটি বগি ও দুটি ইঞ্জিনের সঙ্গে আনুষাঙ্গিক আরও সরঞ্জামাদি রয়েছে।’

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরউদ্দীন বলেন, ‘এর আগে গত ৩১ মার্চ এমভি এসপিএন ব্যাংকক জাহাজে ছয়টি বগি, ৫ মে এমভি ওশান গ্রেস জাহাজে ছয়টি বগি ও ২০ জুলাই এমভি হরিজন-০৯ জাহাজে ১০টি বগি ও দুইটি ইঞ্জিন খালাস হয়েছে এই বন্দর দিয়েই। আর আজ আরও চারটি বগি ও দুইটি ইঞ্জিন নিয়ে এমভি প্রেসার্স কোরাল মোংলা বন্দরে ভিড়েছে।