Joy Jugantor | online newspaper

আরও ৮ দিন রিমান্ডে হেলেনা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:৪৫, ৩ আগস্ট ২০২১

আরও ৮ দিন রিমান্ডে হেলেনা

ছবি সংগৃহীত

আলোচিত ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরকে ডিজিটাল নিরাপত্তা আইনে তিন দিনের রিমান্ড শেষে আরও দুই মামলায় আট দিনের রিমান্ড দিয়েছে আদালত। এর মধ্যে চাঁদাবাজির মামলায় চারদিন এবং টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ মামলায় চারদিন করে রিমান্ড দেয়া হয়েছে।

হেলেনার উপস্থিতিতে ঢাকার মুখ্যমহানগর আদালতের (সিএমএম) শাহীনুর রহমান এ আদেশ দেন।

গত বৃহস্পতিবার রাতে হেলেনা জাহাঙ্গীরকে তার গুলশানের বাসা থেকে আটক করে র‌্যাব। শুক্রবার রাতে তার বিরুদ্ধে গুলশান থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে এবং পল্লবী থানায় টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে মামলা হয়।

এর মধ্যে গুলশান থানায় করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলাটিতে তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে এই মামলায় তাকে তিনদিনের রিমান্ডে পাঠায় আদালত।

হেলেনার বিরুদ্ধে সোমবার বিকেলে পল্লবী থানায় চাঁদাবাজির মামলা হয়। মামলাটি করেন আব্দুর রহমান তুহিন নামে ভোলার এক সাংবাদিক।

মামলাটির বিষয়ে পল্লবী থানা জানায়, হেলেনার মালিকানাধীন জয়যাত্রা টিভিতে ভোলা প্রতিনিধি হিসেবে নিয়োগ দেয়ার নামে আব্দুর রহমান তুহিনের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেয় কর্তৃপক্ষ।

টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে করা মামলায় সাতদিন এবং চাঁদাবাজি মামলায় সাতদিনের রিমান্ড আবেদন করা হয়।

আসামি পক্ষে শফিকুল ইসলাম রিমান্ড বাতিল এবং জামিন চেয়ে আবেদন করেন। আইনজীবী বলেন, হেলেনা জাহাঙ্গীর একটি প্রতিহিংসার শিকার।

রাষ্ট্র পক্ষে জামিনের বিরোধিতা করা হয়।

শুনানি শেষে দুই মামলায় চার দিন করে মোট আট দিনের রিমান্ড আদেশ দেন বিচারক।