Joy Jugantor | online newspaper

চোর সন্দেহে গণপিটুনিতে প্রাণ গেল বৃদ্ধের 

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৪:৪৮, ১১ জুন ২০২১

চোর সন্দেহে গণপিটুনিতে প্রাণ গেল বৃদ্ধের 

প্রতীকী ছবি।

মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউপির ডিগ্রিরচর গ্রামে শুক্রবার দুপুরে গণপিটুনিতে মোহাম্মদ আহাত নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত আহাত যশোরের ইচাহাক মিয়ার ছেলে। 

জানা গেছে, শুক্রবার দুপুরে সদর উপজেলার খোয়াজপুর ইউপির ডিগ্রিরচর গ্রামের রেজাউল হাওলাদারের ভ্যানের গ্যারেজের তালা ভাঙার সময় স্থানীয়রা আহাতকে গণপিটুনি দেয়। এতে গুরুতর আহত হলে তাকে দুই ব্যক্তি মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে পালিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। ঘটনার পর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তবে নিহতের স্বজনরা সন্ধ্যা পর্যন্ত কেউ পুলিশে অভিযোগ করেনি। 

মাদারীপুর পুলিশের এএসপি (সদর সার্কেল) এহসানুল হক ভূঁইয়া বলেন, গণপিটুনিতে একজন মারা গেছেন। কেন কি কারণে মারা গেছেন সেটি পুলিশ তদন্ত শুরু করেছে। নিহতের ঘটনায় যারা দোষী তাদের বিরুদ্ধে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।