Joy Jugantor | online newspaper

নিঝুমদ্বীপে বজ্রপাতে জেলে নিহত

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৭:৪৯, ৪ মে ২০২১

নিঝুমদ্বীপে বজ্রপাতে জেলে নিহত

প্রতীকী ছবি।

নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপে বজ্রপাতে মোবারক হোসেন (২২) নামে এক জেলে নিহত হয়েছেন। এসময় পাশে থাকা আরও দুই জেলে আহত হন।

মঙ্গলবার দুপুরে বজ্রপাতে এই নিহতের ঘটনা ঘটে। নিহত মোবারক উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের ১নং ওয়ার্ডের মো. ইসমাইলের ছেলে। তিনি পেশায় একজন জেলে।

আহতরা হলেন- ইরাক (১৭) ও ইলিয়াস (২৬) । এদের দুজনের বাড়ি নিঝুমদ্বীপের ৩নং ওয়ার্ডে।

জানা যায়, প্রতিদিনের মতো জেলেরা স্থানীয় ভাবে তৈরি ‘ঠেলা জাল’ দিয়ে মাছ শিকার করতে নদীতে যায়। তারা নিঝুমদ্বীপের পশ্চিম পাশে মেঘনা নদীর তীরে অবস্থান করা অবস্থায় বজ্রপাতে আক্রান্ত হয়। এসময় তিনজন পাশাপাশি অবস্থান করছিল। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বাড়ি নিয়ে আসে। আহত দুজনকে স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ব্যাপারে নিঝুমদ্বীপ ১নং ওয়ার্ডের ইউপি সদস্য খবির উদ্দিন বলেন, নিহত জেলে মোবারক হোসেনের মরদেহ দাফনের ব্যবস্থা নেয়া হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।