Joy Jugantor | online newspaper

শাজাহানপুরে মাছ বিতরণ

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি 

প্রকাশিত: ১৭:২৮, ৪ মে ২০২১

আপডেট: ১৭:৩০, ৪ মে ২০২১

শাজাহানপুরে মাছ বিতরণ

মাছ বিতরণ করা হচ্ছে।

বগুড়া শাজাহানপুরে করোনা পরিস্থিতিতে প্রাণিজ আমিষের চাহিদা পূরণে বেসরকারি মৎস্য হ্যাচারি উদ্যোগে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে মাছ বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার দুপুরে উপজেলার খরনা ইউনিয়ন পরিষদ ও গুন্জন এগ্রো ফিশারিজ চত্বরে ১৬০ টি অসহায় পরিবারকে ১ কেজি করে পাঙ্গাস ও মনোসেক্স মাছ বিতরণ করা হয়।

উপজেলা মৎস্য দপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় মেসার্স আরাফাত মৎস্য হ্যাচারি, সুফী সম্রাট থাই মৎস্য হ্যাচারি ও গুঞ্জন এগ্রো ফিশারিজ এসব মাছ উপহার হিসেবে বিতরণ করে। 

এতে প্রধান অতিথি হিসেবে মাছ বিতরণ করেন জেলা মৎস্য কর্মকর্তা সরকার আনোয়ারুল কবীর আহম্মেদ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. আয়েশা খাতুন। এসময় উপস্থিত ছিলেন ছিলেন খরনা ইউনিয়ন পরিষদের সচিব এনামুল হক, ইউপি সদস্য মাসুদ রানা, গুঞ্জন এগ্রো ফিসারিজ পরিচালক জাকির হোসেন, আরাফাত মৎস্য হ্যাচারী পরিচালক আবু সাঈদ, সূফী সম্রাট থাই মৎস্য হ্যাচারীর ইউসুফ আলীস প্রমুখ।