Joy Jugantor | online newspaper

৩৩৩ এ ফোন: বগুড়ায় ৪৮ পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০১, ২ মে ২০২১

৩৩৩ এ ফোন: বগুড়ায় ৪৮ পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার

বগুড়ায় প্রধানমন্ত্রীর উপহার সামগী পৌঁছে দিল জেলা প্রশাসন।র

জাতীয় হটলাইন ৩৩৩ নাম্বারে ফোনের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বগুড়ায় ৪৮ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে।  রোববার জেলা প্রশাসন এই সহায়তা পরিবারগুলোর কাছে পৌঁছে দেয়। 

বগুড়া জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জাতীয় এই সেবায় আবেদনকারী ৪৮টি পরিবারের মোট সদস্য সংখ্যা ২২৫ জন। এদের অধিকাংশ রিকশা চালক, অটোচালক, গৃহিণী, গৃহকর্মী, ডেলিভারি ম্যান ইত্যাদি। আবেদন তথ্য যাচাইবাছাই করে জেলা প্রশাসনের প্রতিনিধিরা অসহায় এই পরিবারগুলোকে সহায়তা দেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী হাকিম আতাহার শাকিল ও  মো. সজিব মিয়া।