Joy Jugantor | online newspaper

বগুড়ায় অনুমোদনহীন ‍ওষুধ রাখায় দুই ফার্মেসিকে জরিমানা ১৬০০০ টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭:১৮, ২ মে ২০২১

আপডেট: ০৮:০৬, ২ মে ২০২১

বগুড়ায় অনুমোদনহীন ‍ওষুধ রাখায় দুই ফার্মেসিকে জরিমানা ১৬০০০ টাকা

বগুড়া শজিমেক হাসপাতাল এলাকা।

বগুড়ার ফার্মেসির নিবন্ধন না থাকা, অনুমোদিত ও নকল ওষুধ রাখায় দুটি প্রতিষ্ঠানে ১৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২ মে) সকালের দিকে শহরের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল এলাকার ওষুধের দোকানগুলিতে এক অভিযানে এই জরিমানা করা হয়। 

অর্থদণ্ডপ্রাপ্ত ফার্মেসির নাম নিউ সিটি ফার্মেসি ও রাসেদা ফার্মেসি। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম আশরাফুর রহমান ও পাপিয়া সুলতানা।

আদালত সূত্র জানান, শজিমেক হাসপাতালের সামনে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ফার্মেসিগুলোয় পরিদর্শন করেন আদালত। 

অভিযানে নিউ সিটি ফার্মেসি ও রাসেদা ফার্মেসি নামে দুটি প্রতিষ্ঠান তাদের নিবন্ধন ও ওষুধের অনুমোদন সংক্রান্ত কাগজপত্র দেখাতে পারেনি।  এ ছাড়া  দোকান দুটিতে অনুমোদনবিহীন দেশি-বিদেশি ওষুধ পাওয়া যায়। 

এসব অপরাধের কারনে ওষুধ আইন ১৯৪০ এর ধারা মোতাবেক নিউ সিটি ফার্মেসি ও রাসেদা ফার্মেসিকে ৮ হাজার টাকা করে মোট ১৬ হাজার টাকা অর্থদণ্ড দেন নির্বাহী হাকিম। 

এ সময় ভ্রাম্যমাণ আদালতের প্রসিকিউটর ছিলেন জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম মোল্লা। এ ছাড়া অভিযানে সহযোগীতায় ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।