Joy Jugantor | online newspaper

দুপচাঁচিয়ায় ভ্রাম্যমাণ আদালত, এসকেভেটর ও শ্যালো মেশিন জব্দ

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ১৪:১০, ১৩ এপ্রিল ২০২১

আপডেট: ১৪:১৩, ১৩ এপ্রিল ২০২১

দুপচাঁচিয়ায় ভ্রাম্যমাণ আদালত, এসকেভেটর ও শ্যালো মেশিন জব্দ

বগুড়া জেলা প্রশাসনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার নাগর নদে অবৈধভাবে বালু উত্তোলন ব্যবহৃত এসকেভেটর ও শ্যালো মেশিন জব্দ করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম মারুফ আফজাল রাজন। 

এ সময় অভিযানে সহযোগীতায় ছিলেন দুপচাঁচিয়ার সহকারী কমিশনার (ভূমি) আবু সালেহ মো. হাসনাত। 

আদালত সূত্রে জানা যায়, দুপচাঁচিয়ার পাঁচথিতা ও কাহালুর চকবন্যা গ্রামের মাঝখান দিয়ে প্রবাহিত নাগর নদে বালু দস্যুদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। অভিযানের বিষয়ে টের পেয়ে বালু দস্যুরা  দ্রুত সটকে পড়েন।

এ সময় ঘটনাস্থল থেকে বালু ও মাটি উত্তোলনের কাজে ব্যবহৃত একটি এসকেভেটর ও একটি শ্যালো মেশিন জব্দ করে নিয়ে আসা হয়। 

অভিযানে র‌্যাব ও এপিবিএন পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। 

এলাকাবাসী সূত্রে জানা যায়, কাহালুর বীরকেদার ইউনিয়নের ইউপি সদস্য আনিছুর মিস্ত্রী বেআইনীভাবে বালু ও মাটি উত্তোলনের সাথে জড়িত রয়েছেন। তিনি কাহালুর ঘনকালাই গ্রামের হাসু নামে একজনের কাছ থেকে রাস্তা নির্মান কাজে ব্যবহার করার জন্য এসকেভেটর ভাড়া নিয়ে এসে বেআইনীভাবে বালু ও মাটি উত্তোলন করে আসছে।