Joy Jugantor | online newspaper

দেশে একদিনে করোনায় আক্রান্ত ও মৃত্যু কমেছে

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১৭:৪৭, ১৩ এপ্রিল ২০২১

দেশে একদিনে করোনায় আক্রান্ত ও মৃত্যু কমেছে

প্রতীকী ছবি।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬৯ জনের মৃত্যু হয়েছে। একই সময় ৬ হাজার ২৮ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে।

এর আগে, গতকাল সোমবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৮২ জনের মৃত্যু হয়, যা এ যাবৎ সর্বাধিক। একই সময় ৭ হাজার ২০১ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়। সে হিসেবে দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও মৃত্যু সংখ্যা কমেছে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।