Joy Jugantor | online newspaper

বৃষ্টি চেয়ে খোলা মাঠে হাজারো মানুষের নামাজ আদায়

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:২২, ১১ এপ্রিল ২০২১

বৃষ্টি চেয়ে খোলা মাঠে হাজারো মানুষের নামাজ আদায়

মুসল্লিরা নামাজ আদায় করছেন।

বৃষ্টির অভাবে মুন্সিগঞ্জের মাঠ-ঘাট ফেটে চৌচির হয়ে যাচ্ছে। প্রচণ্ড খরা এবং বৃষ্টি না হওয়ায় মুন্সিগঞ্জের গজারিয়াবাসী আল্লাহর উদ্দেশ্যে পড়া হলো  ‘ইসতিসকা’ নামাজ ও দোয়া।

রোববার সকালে উপজেলার বাঘাইকান্দী খেলার মাঠে অনুষ্ঠিত এই বিশেষ নামাজে কয়েকটি গ্রাম থেকে হাজারো মুসুল্লি উপস্থিত হন। নামাজ শেষে বৃষ্টির জন্য বিশেষ দোয়া করা হয়।

মুসুল্লিরা বলেন, বৃষ্টির জন্য নামাজ পড়াকে ‘ইসতিসকা’ নামাজ বলা হয়। আল্লাহ তাআলা সৃষ্টির কল্যাণে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন। কুরআনের অনেক জায়গায় আল্লাহ তাআলা আসমান থেকে পানি বর্ষণের কথা উল্লেখ করেছেন। বৃষ্টির পানি বর্ষণের মাধ্যমে আল্লাহ মানুষের জন্য রিজিকের ফয়সালা করেন।