Joy Jugantor | online newspaper

কোটি টাকার কষ্টিপাথরসহ গ্রেফতার ৩

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত: ১৫:২৭, ৭ এপ্রিল ২০২১

কোটি টাকার কষ্টিপাথরসহ গ্রেফতার ৩

কষ্টিপাথরসহ গ্রেফতার হওয়া তিনজন।

সিরাজগঞ্জের তাড়াশে কয়েক কোটি টাকা মূল্যের কষ্টিপাথরসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার বিকেল পৌনে ৪টার দিকে তারাশ থানার বৈদ্যনাথপুর গ্রাম থেকে প্রাচীন প্রত্নতাত্ত্বিক (কষ্টিপাথর সাদৃশ্য) বিষ্ণুমূর্তিসহ ৩ সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন তাড়াশ উপজেলার কুসুমদী এলাকার অন্তিম সরকারের ছেলে রাম সরকার, পেঙ্গুয়ারী এলাকার নিজাম উদ্দিনের ছেলে গোলাম সাকলাইন ও বৈদ্যনাথপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে সাদেক হোসেন।

র‌্যাব-১২’র উপ-অধিনায়ক মেজর মো মশিউর রহমান সন্ধ্যা পৌনে ৭টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বৈদ্যনাথপুর গ্রামে চোরাকারবারীদের মাধ্যমে কষ্টিপাথর বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব। কালো রংয়ের সাড়ে ৩৩ কেজি ওজনের বিষ্ণুমূর্তি অবৈধভাবে চোরাকারবারিদের মাধ্যমে ক্রয়-বিক্রয়ের সময় ওই চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়। এছাড়াও তাদের কাছ থেকে ২টি মোবাইল আটক করা হয়। গ্রেফতার অসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করত উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে।