Joy Jugantor | online newspaper

বগুড়ার কাহালুর ইউএনও করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৫০, ৬ এপ্রিল ২০২১

আপডেট: ২২:৫১, ৬ এপ্রিল ২০২১

বগুড়ার কাহালুর ইউএনও করোনায় আক্রান্ত

কাহালু ইউএনও মাছুদুর রহমান।

বগুড়ার কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ই্উএনও) মাছুদুর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার দুপুরে করোনা টেস্টের প্রতিবেদনে আক্রান্তের খবর জানা যায়। 

মঙ্গলবার রাতে এ খবর নিশ্চিত করেছেন কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ। তিনি জানান, ইউএনও মাছুদুর রহমান অসুস্থতা বোধ করায় আজ করোনাভাইরাসের টেস্ট করান। পরে দুপুরের দিকে রিপোর্টে করোনা পজিটিভ আসে। 

উপজেলা চেয়ারম্যান সুরুজ বলেন, করোনা প্রকোপের শুরু থেকে কাহালু উপজেলার নির্বাহী কর্মকর্তা মাঠ পর্যায়ে জনসেবায় নিয়োজিত থেকেছেন। জনবান্ধব এই কর্মকর্তার আরোগ্যের জন্য কাহালুবাসীর কাছে দোয়া কামনা করছি। আল্লাহ তাকে দ্রুত সুস্থতা দান করুন।

কাহালু ইউএনও মাছুদুর রহমান নিজেও ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ তথ্য জানিয়েছেন।  সেখানে তিনি সবার কাছে দ্রুত সুস্থ হওয়ার জন্য দোয়া কামনা করেন।