
অভিযানে বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসন।
বগুড়ার শিবগঞ্জে লকডাউনে সরকারি নির্দেশনা অমান্য করায় দুটি পৃথক মামলায় এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৬ এপ্রিল) বিকেলে করোনা সংক্রমণ প্রতিরোধে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম আলমগীর কবীরের নেতৃতে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
আদালত সূত্রে জানা যায়, শিবগঞ্জ পৌর এলাকার নাগরবন্দর এলাকায় মুরগী বোঝাই গাড়িতে মাস্ক ছাড়া অতিরিক্তি যাত্রী তোলার কারণে ৫০০ টাকা এবং থানা সংলগ্ন মেসার্স সুবল মহন্তকে (মনোহারীর দোকান) সরকারি নির্দেশনা না মেনে দোকান খোলা রাখার অপরাধে ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও অন্যান্য দোকানদারকে সতর্ক করেন নির্বাহী হাকিম।
ইউএনও আলমগীর কবীর বলেন, লকডাউন চলাকালীন সবাইকে সরকারের দেয়া বিধি-নিষেধগুলো মানার জন্যই এ অভিযান। এরপরও যদি কেউ আইন অমান্য করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
অভিযানে শিবগঞ্জ উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মৌলি মন্ডলসহ শিবগঞ্জ থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।