Joy Jugantor | online newspaper

বিএনপির চার নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার আবেদন

রাজশাহী প্রতিনিধি 

প্রকাশিত: ১০:৪২, ৯ মার্চ ২০২১

আপডেট: ১০:৪৩, ৯ মার্চ ২০২১

বিএনপির চার নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার আবেদন

জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন জমা দেন আওয়ামী লীগ নেতারা।

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুসহ চার নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলার আবেদন করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজশাহী জেলা ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলার আবেদন করেন মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মুসাব্বিরুল ইসলাম। তবে আবেদনের বিষয়ে এখনো কোনো আদেশ দেননি আদালত।

মিনু ছাড়া অন্য অভিযুক্তরা হলেন সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল ও সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন।

গত মঙ্গলবার (২ মার্চ) রাজশাহীতে বিএনপির বিভাগীয় মহাসমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পঁচাত্তরের ১৫ আগস্ট স্মরণ করিয়ে দিয়ে বক্তব্য দেয়ার ঘটনায় এ মামলার আবেদন করা হয়েছে।

সমাবেশে এমন বক্তব্য দেয়ার জন্য রোববার (৭ মার্চ) এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করেন মিনু। বিবৃতিটি গণমাধ্যমের কাছে ই-মেইলে পাঠিয়েছেন রাজশাহী মহানগর বিএনপির দফতর সম্পাদক নাজমুল হক ডিকেন।

এর আগে মিনুকে ক্ষমা চাওয়ার জন্য ৭২ ঘণ্টার আলটিমেটাম বেধে দেয় মহানগর আওয়ামী লীগ। গত শনিবার সন্ধ্যায় এ সময় শেষ হয়। নির্ধারিত সময়ের মধ্যে ক্ষমা না চাইলেও পরদিন দুঃখ প্রকাশ করেন মিনু।

বিবৃতিতে মিনু উল্লেখ করেন, ‘আমার বক্তব্যের জন্য যারা ব্যথিত হয়েছেন, মর্মাহত হয়েছেন, আমি তাদের কাছে দুঃখ প্রকাশ করছি’।