Joy Jugantor | online newspaper

ধুনটে মুজিব চত্ত্বর ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল 

ধুনট (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ১০:১২, ৯ মার্চ ২০২১

ধুনটে মুজিব চত্ত্বর ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল 

বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে।

‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল’ প্রতিপাদ্যে মুজিববর্ষ উপলক্ষ্যে বগুড়ার ধুনট উপজেলায় মুজিব চত্ত্বর ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এ সময় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

সোমবার রাত ৯টার দিকে উপজেলা মুজিব চত্ত্বর প্রাঙ্গনে এ খেলার উদ্বোধন করেন স্থানীয় সাংসদ (বগুড়া-৫) বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমান। খেলায় ধুনট সদর ইউনিয়ন দলকে হারিয়ে মোজাহার আলী স্মৃতি সংসদ বিজয়ী হয়। 

চ্যাম্পিয়ান দলের খেলোয়াড়দের হাতে পুরস্কারের ট্রফি তুলে দেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। এর আগে তিনি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন। 

ধুনট উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রণির সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্, ওসি কৃপা সিন্ধু বালা, জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ্যাডভোকেট আমানুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক সাগর কুমার রায়, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আরিফ ওপেল, অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু, যুব ও ক্রীড়া সম্পাদক মাশরাফি হিরো, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক আনোয়ার পারভেজ রুবন, উপদপ্তর সম্পাদক খালিকুজ্জামান রাজা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহান, রেজাউল করিম রেজা, শফিকুল ইসলাম শফি, মুহাম্মদ আসিফ ইকবাল সনি, রেজাউল করিম দুলাল, যুগ্ম সম্পাদক মহসীন আলম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান শরিফ, ভিপি সাইফুল ইসলাম, দফতর সম্পাদক আফছার আলী। 

আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু, সহসভাপতি আলিম আল রাজী বুলেট, যুগ্ম সম্পাদক সাইদুল ইসলা, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম গামা, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার, উপজেলা শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম পিন্টু ও সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ প্রমুখ। 

আলোচনা সভা শেষে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।