Joy Jugantor | online newspaper

বদলগাছীতে কৃষক প্রশিক্ষণ কর্মশালা

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: ১১:২৯, ৮ মার্চ ২০২১

বদলগাছীতে কৃষক প্রশিক্ষণ কর্মশালা

কর্মশালায় বক্তব্য রাখছেন উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী।

কৃষিতে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণে নওগাঁর বদলগাছী উপজেলায় দুইদিন ব্যাপি কৃষক প্রশিক্ষণ কর্মশালা আজ সোমবার শেষ হবে।
 
আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলার কৃষক প্রশিক্ষণ হলরুমে এ প্রশিক্ষণের আয়োজন করে।

এতে উপজেলার আটটি ইউনিয়নের ৬০ জন কৃষককে কৃষিতে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়।

কর্মশালায় প্রশিক্ষণ দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক(উদ্যান) এ. এফ. এম গোলাম ফারুক, অতিরিক্ত উপপরিচালক(উদ্ভিদ সংরক্ষণ) মো. মনজুর রহমান, বদলগাছী হর্টিকালচার সেন্টারের সিনিয়র উদ্যানতত্ত্ববিদ আ. ন. ম. আনোয়ারুল হাসান ও উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী। 

কৃষি কর্মকর্তা হাসান আলী বলেন, কৃষক ও কৃষির মান উন্নয়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ উপজেলার কৃষকদের নিয়মিত প্রশিক্ষণ দিয়ে থাকে। বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার অত্যন্ত জরুরী। এ এলাকার কৃষকদের আধুনিক প্রযুক্তির ব্যবহারে দক্ষ করে গড়ে তুলতেই এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।