
সাংসদ ছলিম উদ্দিন তরফদার সেলিম উপজেলা পরিষদের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
সারা দেশের ন্যায় নওগাঁর বদলগাছীতেও যথাযোগ্য মর্যাদায় ৬৯তম মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।
শনিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে প্রধান অতিথি স্থানীয় সাংসদ ছলিম উদ্দিন তরফদার সেলিম উপজেলা পরিষদের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একুশের কর্মসূচি শুরু করেন। এরপর বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শহিদ মিনারে ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
২১ ফেব্রুয়ারি সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা এবং চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মুহা. আবু তাহিরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শামসুল আলম খান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আ. জা. ম. শফি মাহমুদ, সাধারণ সম্পাদক আবু খালেদ বুলু, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী জোবায়ের আহাম্মদ, উপজেলা ভাইস-চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা।
আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।