Joy Jugantor | online newspaper

শিবগঞ্জে আসামী ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানায় মামলা

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২১:২৯, ৫ অক্টোবর ২০২৫

আপডেট: ২১:৩৩, ৫ অক্টোবর ২০২৫

শিবগঞ্জে আসামী ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানায় মামলা

শিবগঞ্জে আসামী ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানায় মামলা

বগুড়ার শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও একাধিক মামলার আসামি রিজ্জাকুল রহমান রাজুকে হাতকড়াসহ পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা নেওয়া হয়েছে। গত শনিবার রাতে হাতকড়াসহ আসামী ছিনিয়ে নেওয়া ও সরকারি কাজে বাঁধা দেওয়ায় ২০ জনের নাম উল্লেখ্য করে ও ১৫০-২০০জন অজ্ঞাত নামা ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এঘটনায় থানার এসআই মামুনসহ ৫ জন আহত হয়েছে।

পুলিশ আসামীকে গ্রেফতার করতে শনিবার রাত থেকে সাড়াশি অভিযান শুরু করে।শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান বলেন, 'এঘটনায় থানায় মামলা নেওয়া হয়েছে। এসআইসহ আহত ৫ পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আসামী গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। তবে নিরীহ কোন মানুষকে হয়রানি করা হবে না।

প্রসঙ্গতঃ গোপনসূত্রে এসআই মামুনসহ পুলিশের ৫ সদস্য শনিবার রাত সাড়ে ৮টায় একাধিক মামলার আসামী রিজ্জাকুল ইসলাম রাজুকে পৌর এলাকার চকভোলাখাঁ গ্রাম থেকে গ্রেপ্তার করে হাতে হাতকড়া পড়ালে স্বজন ও স্থানীয়রা মব সৃষ্টি করে পুলিশের উপর হামলা চালিয়ে হাতকড়াসহ আসামী রাজুকে ছিনিয়ে নেয়। সে সময় রাজু হাতকড়াসহ কাদা জমির ভিতর দিয়ে দৌড়ে পালানোর সময় পুলিশ তাকে ধাওয়া করলে স্থানীয়রা পুলিশের উপর কাঁদা ও ইট পাটকেল নিক্ষেপ করে এবং রাজু পালিয়ে যেতে সহায়তা করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত  এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ জনকে থানায় নেওয়া হয়েছে।