নন্দীগ্রাম উপজেলা পরিষদ
বগুড়ার নন্দীগ্রামে খরিপ-১/২০২২-২০২৩ মৌসুমে উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক/কৃষাণীদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
মঙ্গবার দুপুর ১২ টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিফা নুসরাতের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ। এতে স্বাগত বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু।
বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু ও ইউপি চেয়ারম্যান রেজাউল করিম কামাল প্রমুখ।
এ উপজেলায় উফশী আউশ চাষের জন্য ৩ হাজার ৩০ জন কৃষক ৫ কেজি বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি পাচ্ছে।