Joy Jugantor | online newspaper

নতুন জাতের করলা উদ্ভাবন 

ডেস্ক নিউজ 

প্রকাশিত: ২৩:৫১, ৮ মার্চ ২০২২

আপডেট: ২৩:৫৩, ৮ মার্চ ২০২২

নতুন জাতের করলা উদ্ভাবন 

নতুন জাতের করলা উদ্ভাবন।

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) দুই গবেষক নতুন জাতের করলা উদ্ভাবন করেছেন। ‘এইচএসটিইউ-১’ ও ‘এইচএসটিইউ-২’ নামে দুটি জাতের করলা উদ্ভাবন করেছেন কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের পিএইচডি গবেষক ফররুখ আহমেদ এবং প্রফেসর ড. মো. হাসানুজ্জামান।   

এ বিষয়ে প্রফেসর ড. হাসানুজ্জামান বলেন, নতুন উদ্ভাবিত জাতের ফসল ৪২ দিন সময় লাগে কিন্তু আগের গুলো হতে ৪৬ দিন সময় নেয়। করলার গায়ের দাগ বা কাঁটার পরিমাণ তুলনামূলক কম হওয়ার কারণে পরিবহনে সুবিধা। এর একর প্রতি ফলন ১১.২ টন যা আগের তুলনায় ১.২ টন বেশি। প্রতিটি ফলের দৈর্ঘ্য ২৭ সে.মি. এবং ফলের ওজন ২৬০ গ্রাম। যা অন্যান্য জাতের তুলনায় বেশি।

ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম কামরুজ্জামান বলেন,  অতিদ্রুত বিশ্ববিদ্যালয়ে গবেষণাকার্য সমৃদ্ধ করার প্রত্যয়ে ‘জিন ব্যাংক’ এবং ‘প্রযুক্তি গ্রাম’ প্রতিষ্ঠার আশ্বাস প্রদান করেন। এছাড়াও তিনি কৃষি গবেষণা মাঠের উন্নয়ন, পাবলিক-প্রাইভেট নীতিমালা গ্রহণের বিষয়েও গুরুত্বারোপ করেন।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কৃষিবান্ধব। তাই বাংলাদেশ এখন কৃষিক্ষেত্রে বিশ্বে রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে।

উল্লেখ্য, কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের প্রফেসর ড. মো. হাসানুজ্জামানের তত্ত্বাবধানে এর আগেও মিষ্টি কুমড়ার দুটি জাত (হাজী ও দানেশ) উদ্ভাবিত হয়েছে।