Joy Jugantor | online newspaper

লাল টুকটুকে বিসস্ময়কর তেঁতুল 

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:০৫, ১৭ অক্টোবর ২০২১

আপডেট: ১১:০৬, ১৭ অক্টোবর ২০২১

লাল টুকটুকে বিসস্ময়কর তেঁতুল 

কাঁচা অবস্থায় তেঁতুলের ভেতরের অংশ সাধারণত সবুজ থাকে। কিন্তু সেই তেঁতুলের ভেতরটা যদি সিঁদুর লাল হয় তাহলে কেমন হয়।

এমনই তেঁতুল গাছের সন্ধান মিলেছে কুষ্টিয়ার খোকসা উপজেলার হিজলবট গ্রামে। শতাব্দীতে ইংরেজ শাসনামলে জন্ম এই গাছগুলোর।
 
স্থানীয়দের মতে, নীল চাষ করতে এসে কুষ্টিয়ার খোকসায় বসতি গড়ার সময় অন্যান্য গাছের পাশাপাশি ইংরেজরা রোপণ করেছিল তিনটি তেঁতুল গাছও।
 
কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা গাছগুলোতে থোকায় থোকায় ধরে আছে বিস্ময়কর তেঁতুল। বাইরের অংশ সাধারণ তেঁতুলের মত হলেও ভেতরের অংশ গাঢ় লাল। টক হলেও খেতে বেশ সুস্বাদু।

উদ্ভিদ বিজ্ঞানীদের মতে দক্ষিণ এশিয়ার এ ধরনের তেঁতুল মানবদেহের জন্য উপকারী।

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম বলেন, বিভিন্ন রংয়ের তেতুল হতে পারে যেমন- রেড টারমারিন যা এমসানিন নামক এক ধরনের উপাদানের কারণে হয়ে থাকে। যা টেক্সটাইল ও পেইন্ট ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত হয়। হিউমেন সিস্টেমকে বুস্ট আপ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং আমাদের ইনফেকশনকে কন্ট্রোল করে। এই উদ্ভিদটিকে অবশ্যই সংরক্ষণ করা উচিত।