Joy Jugantor | online newspaper

ধুনটে মাঠ দিবস পালন

ধুনট (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ১০:৫৭, ১১ মে ২০২১

ধুনটে মাঠ দিবস পালন

নমুনা শস্য কর্তনের উদ্বোধন করা হচ্ছে।

বগুড়ার ধুনট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মাঠ দিবস ও ব্রি-৯২ জাতের নমুনা শস্য কাটার উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার দুপুর বিকেলে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামে মাঠ দিবস ও নমুনা শস্য কর্তনের উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবীদ দুলাল হোসেন।

আওয়ামী লীগ নেতা মোজাফফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের উপ প্রকল্প পরিচালক এসএম আমিনুজ্জামান, বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক একেএম মফিদুল ইসলাম, ধুনট উপজেলা কৃষি কর্মকর্তা মশিদুল হক, ইউপি চেয়ারম্যান এমএ তারেক হেলাল, উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আরিফুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা মমতাজুর রহমান, জুয়েল হোসেন, আরিফুর রহমান ও কৃষক আবু বক্কর সিদ্দিক।